বুধবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:০৬:১১

একবিন্দুও ছাড় দেয়া হবে না : ডিএমপি কমিশনার

একবিন্দুও ছাড় দেয়া হবে না : ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক : রায় ঘোষণার পর সহিংসতা হলে একবিন্দুও ছাড় দেয়া হবে না। যারা সহিংসতা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে। যেকোন ধরনের নৈরাজ্য ঠেকাতে আমরা বদ্ধপরিকর। আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ বুধবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামীকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে।

এর একদিন আগেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ। সংবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া আরো বলেন, একটি মামলার রায়কে কেন্দ্র করে আমরা প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও ফেসবুকে বিভিন্ন ধরনের গুজব-শঙ্কার কথা শুনছি। আমরা এসব বিষয়ে অবগত। নগরবাসীকে রক্ষার জন্য, সরকারি সম্পদ রক্ষার জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, সরকারের সব সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হয়েছে। আমরা নগরবাসীকে আশ্বস্ত করতে চাই, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কোনও ব্যক্তি বা গোষ্ঠী নাগরিকের নিরাত্তায় হুমকি তৈরি করতে পারবে না। সেজন্য যা কিছু আইনি পদক্ষেপ নেওয়া দরকার, আমরা নেবো। সারাদেশে ব্যাপক ধারপাকড়ের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, কোনো গণগ্রেপ্তারের ঘটনা নেই। এ ধরনের কোনও অভিযোগ আমার কাছে দিলে আমি তা তদন্ত করে ব্যবস্থা নেবো।

আছাদুজ্জামান মিয়া বলেন, ২০১৪ ও ২০১৫ সালে যেভাবে অরাজকতা সৃষ্টি করা হয়েছে, অগ্নিসন্ত্রাস-বোমা সন্ত্রাস করা হয়েছে, তখনকার মতো যেকোনও ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করার জন্য, জনগণের সুরক্ষার জন্য আমরা সব ধরনের উদ্যোগ নেবো। সব ধরনের আইনি ব্যবস্থা নেবো। নাশকতার সুস্পষ্ট তথ্য নেই জানিয়ে তিনি বলেন, নাশকতার আশঙ্কা আছে এমন বলা যাবে না আবার নেই সেটাও বলা যাবে না। কিন্তু তা প্রতিরোধ করার জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে