বুধবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:২০:২৭

থমথমে রাজধানী, উদ্ভুত উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় বিজিবির টহল

থমথমে রাজধানী, উদ্ভুত উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় বিজিবির টহল

নিউজ ডেস্ক : বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীতে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামীকাল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় তারা পুলিশকে সহযোগিতা করছে।  

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বলেন, উদ্ভুত উত্তপ্ত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করার উদ্দেশ্যেই বিজিবি সদস্যদের মাঠে নামানো হয়েছে। ইতিপূর্বে এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন বিজিবি প্রধান। বিজিবি সদস্যরা রাজধানীজুড়ে টহল দিচ্ছে। প্রাথমিকভাবে আগামীকাল পর্যন্ত তাদের মাঠে থাকার কথা রয়েছে।

এদিকে, সর্তক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর প্রবেশ পথসহ মহানগরের ভেতরে গণপরিবহণে তল্লাশি বাড়িয়েছেন তারা। যাতে রায় বিপক্ষে গেলে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় জড়ো হয়ে কোন আন্দোলন করতে না পারে। এদিকে রাজধানীর সায়দাবাদ, গুলিস্তান, মহাখালী ও গাবতলী ঘুরে দেখা গেছে রাজধানীমুখী দূর পাল্লার পরিবহণের সংখ্যা অনেক কম।

গতকাল রাতে যেসব গাড়ী ঢাকায় আসার জন্য ছাড়া হয়েছিলো সে গাড়ীগুলোই এখন রাজধানীতে প্রবেশ করছে। আজ বুধবার নতুন করে কোনো গাড়ী ঢাকার উদ্দেশ্যে ছাড়া হয়নি। এতে ঢাকায় দূর পাল্লার গাড়ির সংখ্যাও কমে গেছে। টার্মিনালগুলোতেও স্বাভাবিকভাবে যে পরিমাণ গাড়ি থাকার কথা সেরকম নেই। ফলে যারা ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে যাবেন তারা যানবাহন সঙ্কটের কারণে যেতে পারছেন না।

এদিকে নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বিজিবি সদস্যরা মাঠে নেমেছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে