বুধবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:১৪:৪৯

সকাল কয়টার দিকে বের হবেন খালেদা জিয়া? জানালেন শামসুদ্দিন দিদার..

সকাল কয়টার দিকে বের হবেন খালেদা জিয়া? জানালেন শামসুদ্দিন দিদার..

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বকশীবাজারের আলীয়া মাদরাসায় স্থাপিত বিশেষ আদালতের উদ্দেশ্যে বের হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার তথ্যটি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। এনিয়ে সারাদেশে উত্তেজনা বিরাজ করছে। সর্তক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এদিকে বুধবার বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বলেন, আমি কোনো অন্যায় করিনি। ন্যায় বিচার হলে খালাস পাবো। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই রায় নিয়ে বিএনপি অপরাজনীতি করছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীতে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় তারা পুলিশকে সহযোগিতা করছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রায় ঘোষণার পর সহিংসতা হলে একবিন্দুও ছাড় দেয়া হবে না। যারা সহিংসতা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে। যেকোন ধরনের নৈরাজ্য ঠেকাতে আমরা বদ্ধপরিকর। আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে