ঢাকা : গেল কয়েক দিনের প্রচণ্ড গরমে দুর্বিষহ নগরজীবনে স্বস্তি নিয়ে এনেছে এক পশলা বৃষ্টি। কয়েক দিন ধরে চলা প্রচণ্ড দাবদাহে জনজীবনে যখন অস্থিরতা দেখা দিয়েছে ঠিক তখনই এক পশলা বৃষ্টি এসে সেই দাবদাহ দূর করেছে।
শনিবার সকাল ৮টার দিকে এ বৃষ্টিপাত হয়।
বৃহস্পতিবার সকালে রোদের ঝিলমিলি দেখা গেলেও সকাল ৭টার পর আকাশে মেঘের ঘটঘটা দেখা যায়। চাতক পাখির মতো নগরবাসী তাকিয়ে থাকে আকাশের পানে। প্রকৃতিতে ভ্যাপসা গরম সয়ে জনে জনে ছিল বৃষ্টির প্রত্যাশা। অবশেষে সকাল ৮টার দিকে দেখা মিললো প্রত্যাশিত সেই বৃষ্টির।
রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাইন্সল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, গুলিস্তান, ইস্কাটন গার্ডেন, মগবাজার ও বাংলামোটর এলাকায় বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আবহাওয়া বিভাগ (বিএমডি) বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণেই এমনটা হচ্ছে। এর ফলে আকাশে মেঘ কমে গেছে। তাপমাত্রাও কিছুটা বেড়েছে। এই দুইয়ের প্রভাবে তুলনামূলক বেশিই গরম অনুভূত হচ্ছে। তবে আজ-কালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে নেমে আসতে পারে বলেও জানিয়েছে বিএমডি।
বিএমডির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা জানান, প্রাকৃতিক ব্যবস্থা অনুযায়ী এমন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হচ্ছে বৃষ্টিপাত। এখনও আকাশে তুলনামূলক মেঘ কম। তবে ১-২ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। আকাশে মেঘের পরিমাণ বাড়বে। ইতিমধ্যে শুক্রবারই দেশের কয়েকটি স্থানে বৃষ্টিপাত হয়েছে। কাল-পরশু আরও বেশি এলাকায় বৃষ্টিপাত হবে।
বিএমডির এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের শুধু ফরিদপুরে বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রাম বিভাগের কেবল কুতুবদিয়ায় সামান্য বৃষ্টি হয়েছে।
বৃষ্টির অঞ্চল সিলেটের দুটি স্টেশনে বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই। রাজশাহী, রংপুর এলাকায়ও একই অবস্থা। তবে খুলনা, মংলা, বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়ায় বৃষ্টিপাত হয়েছে সামান্য।
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ