‘পাক হাইকমিশনারকে কড়া প্রতিবাদ’
ঢাকা : ঢাকা নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. মিজানুর রহমান।
সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসে সাক্ষাৎ করেন তিনি।
গতকাল রোববার তাকে তলব করা হয়। পদ্মায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুজা আলমের হাতে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেয়া হয়। বৈঠক শেষে বিকল্প পথে বের হয়ে যাওয়ায় সুজা আলমের কোনো মন্তব্য নিতে পারেননি সাংবাদিকরা।
পরে পররাষ্ট্র সচিব মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা পাকিস্তানকে কড়া প্রতিবাদ জানিয়েছি।
জানা গেছে, বেলা তিনটার দিকে সুজা আলম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার পশ্চিম গেট দিয়ে বেরিয়ে যান। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে এগিয়ে দেন। এরপরই পররাষ্ট্র সচিব মো. মিজানুর রহমানকেও বেরিয়ে যেতে দেখা যায়।
এর আগে দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম। এরপর পররাষ্ট্র সচিবের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।
যুদ্ধাপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি নিয়ে পাকিস্তান সরকারের প্রতিক্রিয়ার প্রতিবাদে গতকাল রোববার তলব করা হয় হাইকমিশনারকে।
এই দুই নেতার ফাঁসি রায় কার্যকরের পর এক বিবৃতিতে পাকিস্তান গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান রোববার বলেছেন, ১৯৭১ সালে কেউ পাকিস্তানের পক্ষে কাজ করলে তার বিরুদ্ধে প্রতিশোধ নেয়া বন্ধ করার এখনই উপযুক্ত সময়।
এদিকে সকালে মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের বিবৃতিতে কড়া ভাষায় প্রতিবাদ জানাতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে বলেন, পাকিস্তান হাইকমিশনারকে কড়া ভাষায় প্রতিবাদ জানান।
পাকিস্তানের বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রীকে কড়া প্রতিবাদ জানানোর নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত এক প্রতিমন্ত্রী গণমাধ্যমের সাংবাদিকদের এ তথ্য জানান।
ফাঁসি কার্যকর করার পর পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র কাজী খলিলুল্লাহ রবিবার এক বিবৃতিতে বলেন, আমরা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির ঘটনায় গভীর উদ্বেগ এবং দুঃখ প্রকাশ করছি।
মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ওই প্রতিমন্ত্রী জানান, পাকিস্তানের বিবৃতির কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আগেও পাকিস্তান এমন বিবৃতি দিয়েছিল। তারা এটা করতে পারে না। এ সময় প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় পাকিস্তানকে তাদের বিবৃতির প্রতিবাদ জানানোর নির্দেশ দেন।
২৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�