শনিবার, ১৯ মে, ২০১৮, ১০:২০:৫৫

২০২৩ সালে শেখ হাসিনার পরিবর্তে আওয়ামী লীগের সভাপতি হতে এগিয়ে রয়েছেন যিনি

২০২৩ সালে শেখ হাসিনার পরিবর্তে আওয়ামী লীগের সভাপতি হতে এগিয়ে রয়েছেন যিনি

ঢাকা : বেশ কিছুদিন আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামি লীগের সভাপতি শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন ২০২৩ সালের পর তিনি আর আওয়ামী লীগের সভাপতি হিসেবে থাকছেন না। দলের মহাসচিবকে জানিয়েও দিয়েছেন তার পরিবর্তে নতুন সভাপতি দেখতে। ২০২৩ সালে শেখ হাসিনার পরিবর্তে আওয়ামী লীগের সভাপতি হতে এগিয়ে রয়েছেন যিনি। এ নিয়ে এবারের প্রতিবেদন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর অবসর জীবনে যেতে চান। টুঙ্গীপাড়ায় গিয়ে কাটাতে চান। তিনি অবসর কবে নেবেন, কিংবা রাজনীতি থেকে দূরে কবে যাবেন, তারচেয়েও বড় প্রশ্ন শেখ হাসিনার কি বিকল্প আছে আওয়ামী লীগে? এই প্রশ্নের উত্তরে একবাক্যে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা বলবেন ‘না’।

আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। দলের নেতা কর্মীরা তাঁকে ছাড়া সংগঠন ভাবতেই পারে না। শেখ হাসিনা তাঁর একক নেতৃত্ব এবং দূরদর্শিতায় আওয়ামী লীগকে আজকের জায়গায় এনেছেন। তিনি আওয়ামী লীগের ঐক্যের প্রতীক। প্রেরণার উৎস। আবার এটাও বাস্তবতা যে, ৭১ বছর বয়সী প্রধানমন্ত্রী আগামী নির্বাচনের মেয়াদ শেষে ৭৬ বছর অতিক্রম করবেন। খুব বেশী হলে হয়তো আরও এক মেয়াদে অর্থাৎ ৮১ বছর পর্যন্ত তিনি দলের নেতৃত্বে থাকতে পারবেন।

তবে কে আসছেন শেখ হাসিনার পরবর্তী সভাপতি হিসেবে? তার বোন শেখ রেহেনার রাজনীতিতে আসর তেমন একটা সম্ভাবনা নেই। মেয়ে সায়মা ওয়াজেদ হচ্ছেন অটিজম বিশেষজ্ঞ।

তবে সেই ক্ষেত্রে বেশ এগিয়ে আছেন সজীব ওয়াজেদ। তথ্য উপদেষ্টা হিসেবে বেশ সুনাম আছে তার। তবে মার প্পরিবর্তে তিনি আসলে বেশ অবাক হওয়ার কিছু থাকবে না।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে