সাংবাদিক সজীব এখন কি জীবিত না মৃত?
ঢাকা : কয়েক দিন ধরে নিখোঁজ রয়েছেন সাংবাদিক আওরঙ্গজেব সজীব। সজীবের স্ত্রী রাজধানীর শাহবাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেছেন।
সজীব বাংলাদেশ মেডিক্যাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) সাবেক সভাপতি। সাদামাটা জীবন যাপন করে আসা সাংবাদিক সজীবের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে।
একমাত্র ছেলে ও স্ত্রীসহ ঢাকার বকশীবাজার কমলদাহ রোডের ৯ নম্বর বাসার তৃতীয় তলায় বসবাস করেন তিনি। বাসায় কোনো মনোমালিন্য হয়নি।
রোববার সকাল নয়টা পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিলেন তিনি। ইন্ডিপেনডেন্ট টিভিতে সরাসরি সম্প্রচারে ভয়েজ দিয়েছেন তিনি। এর পরে হাসপাতালের জরুরী বিভাগের দিকে যান।
আর হঠাৎ করেই তার কোনো খোঁজ মিলছে না। কোনো কোনো সূত্র বলছে তিনি নাকি সদরঘাটে গিয়েছেন। রোববার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকাল সোয়া ৯টায় ‘এমভি তাকওয়া’নামের একটি লঞ্চ ছেড়ে গিয়েছিল।
সেই লঞ্চ থেকে সজীব লাফ দিয়েছেন বলে বলা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ (জীবিত বা মৃত) পাওয়া যায়নি। লঞ্চের মাস্টার ফরিদ হোসেন জানান, সজীব নাকি লঞ্চেই বসা ছিলেন। পরে তিনি নাকি ঝাঁপ দিয়েছেন নদীতে।
সজীব যে মোটরসাইকেলটি ব্যবহার করেন সেটি ঢাকা মেডিক্যালেই পাওয়া যায়। তিনি কখন কিভাবে ও কেন সদরঘাট গেলেন সেটিই প্রশ্ন। ইন্ডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ এ নিয়ে উদ্বিগ্ন।
কোথায় হারিয়ে গেলেন সাংবাদিক সজীব? আকাশে বাতাশে উড়ছে এই প্রশ্ন। পুলিশ চেষ্টা করছে নিখোঁজ সজীবকে খুঁজে বের করতে।
২২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর