বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:১২:৪১

ফের হাসপাতাল থেকে নবজাতক চুরি

ফের হাসপাতাল থেকে নবজাতক চুরি

নিউজ ডেস্ক : ফের হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। এবার পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২ দিন বয়সের নবজাতক এক কন্যা সন্তান চুরি হয়েছে। এ খবরে মা শেলী খাতুন অজ্ঞান হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটে। শেলী খাতুন পাবনা সদর উপজেলার খয়েরসুতী গ্রামের সৌদি প্রবাসী উকিল উদ্দিনের স্ত্রী। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সন্ধ্যায় নবজাতকের দাদী হালিমা খাতুনের কাছ থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলা বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করতে থাকে। এক পর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে বাচ্চাটি নিয়ে পালিয়ে যায় এই চোর। এদিকে সন্তান হারিয়ে যাওয়ার খবরে মা শেলী খাতুন অজ্ঞান হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ বাচ্চাটি উদ্ধারের জন্য পাবনার সকল হাসপাতাল ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে তল্লাশি অব্যাহত রেখেছে। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে