শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ১১:০০:১৬

শিশুর বায়না মায়ের সঙ্গে বাজারে যাওয়ার, না নেওয়ায় আত্মহত্যা!

শিশুর বায়না মায়ের সঙ্গে বাজারে যাওয়ার, না নেওয়ায় আত্মহত্যা!

এমটিনিউজ২৪ ডেস্ক : মা ফেরদৌস আক্তার অসুস্থ তাই বাজারে যাবেন ডাক্তার দেখাতে। এদিকে শিশু ফাভিয়ান (৮) বায়না ধরেছেন বাজারে যাওয়ার। কিন্তু মা বাজারে না নেওয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়েছে সে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে এমন ঘটনা ঘটে। 

নিহত ফাভিয়ান হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাইফুল ইসলামের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। 

স্থানীয় বাসিন্দা ফজলে রাব্বি  বলেন, ফাভিয়ান বাজারে যেতে চেয়েছিলো কিন্তু তার মা তাকে নেয়নি৷ সে ঘরে একাকী ছিল।  অভিমানে সে আত্মহত্যা করে। তার মা এসে তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, মায়ের সঙ্গে অভিমানে আত্মহত্যার বিষয়টি জেনেছি। কেউ কেউ বলেছে খেলতে গিয়ে রশিতে শ্বাসরোধে মারা যায়। তবে পরিবারের কোনো অভিযোগ ছিল না। যদি কোনো অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে