বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩০:২১

ডেসটিনি গ্রুপের বৈশাখী টিভি ১১তম বর্ষে পদার্পণ

ডেসটিনি গ্রুপের বৈশাখী টিভি ১১তম বর্ষে পদার্পণ

জুবায়ের রাসেল: ১১তম বর্ষে পদর্পণ করতে যাচ্ছে ডেসটিনি গ্রুপের মালিকানাধীন বৈশাখী টিভি। এ উপলক্ষে আগামী ২৭ ডিসেম্ববর ২০১৫ রবিবার দিনব্যাপী নানা আয়োজনের পসরা সাজিয়েছে চ্যানেলটি। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। চ্যানেলটির জন্মদিন উপলক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষকে আগামী রবিবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত বৈশাখী টেলিভিশনের সঙ্গে থাকার অনুরোধ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। এছাড়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে চ্যানেলটি। পাশাপাশি হাতে নেয়া হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালা। উল্লেখ্য, বৈশাখী টেলিভিশন বাংলাদেশের একটি উপগ্রহ-ভিত্তিক টেলিভিশন স্টেশন। ডেসটিনি গ্রুপের মালিকাধীন এই চ্যানেলটি শুরু থেকেই সারা পৃথিবীতে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিচ্ছে। চ্যানেলটি একটি জাতীয় পরিসরে সেবা দানকারী গণ-মাধ্যম। ২৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে