বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৬:৪৬

বন্দুকযুদ্ধে দস্যু বাহিনীর প্রধান নিহত

বন্দুকযুদ্ধে দস্যু বাহিনীর প্রধান নিহত

বাগেরহাট : র‌্যাব ও পুলিশের গোয়েন্দা সদস্যদের সঙ্গে এক ‘বন্দুকযুদ্ধে’ দস্যু নয়ন বাহিনীর প্রধান সগীর ভাণ্ডারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব সুন্দরবনের বাগেরহাট শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি দেশি বন্দুক ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দস্যু সগীর ভণ্ডারীকে উদ্ধার করে ট্রলারে করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সকাল সোয়া ৯টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সুন্দরবনের পানিরঘাট এলাকায় দস্যু আস্তানার সন্ধানে অভিযান চলছিল। র‌্যাব-৬ এর সহকারী পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ বন্দুকযুদ্ধের এ তথ্য জানিয়েছেন। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে