খালেদা পাকিস্তানের কণ্ঠ : তোফায়েল
ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ট্যারিফ কমিশন আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘বিজয়ের এ মাসে তিনি (খালেদা) বলেছেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ নিয়ে নাকি প্রশ্ন আছে, পাকিস্তানও তাই বলে।’
তিনি আরো বলেন, পাকিস্তান বলেছে- যুদ্ধাপরাধীদের বিচার ঠিক হয়নি, খালেদা জিয়াও তাই বলেছেন। খালেদা জিয়া পাকিস্তানের কণ্ঠে, কণ্ঠ মিলিয়েছেন। এরা পাকিস্তানি।’
বাণিজ্যমন্ত্রী বলেন, যে বাংলাদেশ শূন্য থেকে যাত্রা শুরু করেছিলো, সেই দেশ নিয়ে গবেষকরা এখন বলছেন, এ দেশ আগামীতে অর্থনীতির দিক থেকে আরো এগিয়ে যাবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ, সিনিয়র বাণিজ্য সচিব জেদায়েতুল্লাহ আল মামুনসহ অন্যরা।
২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ