বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫২:৫৯

‘এবার গাবতলী বাসটার্মিনালে নজর’

‘এবার গাবতলী বাসটার্মিনালে নজর’

নিউজ ডেস্ক : রাজধানীর মহাখালী বাসটার্মিনাল ও তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ড যানজটমুক্ত করার পর এবার মেয়র আনিসুল হকের নজর গাবতলী বাসটার্মিনাল। গাবতলী বাসটার্মিনাল এলাকা যানজটমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যে গাবতলী যানজটমুক্ত হবে। আজ বুধবার ওই এলাকা পরিদর্শন করার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মেয়রের আহ্বনে সাড়া দিয়ে বাসশ্রমিক সংগঠনের নেতারা আশ্বাস দেন, ২৯ ডিসেম্বরের মধ্যে তারা টার্মিনালের সামনে যানজটমুক্ত করবেন। ওইদিন এক সমাবেশের আয়োজন করবেন তারা। এ সময় মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ইমতিয়াজ আহমেদ বলেন, ১ জানুয়ারি থেকে ওই এলাকা যানজটমুক্ত করতে অভিযান চালাবেন তারা। আনিসুল হক বলেন, গাবতলী বাসটার্মিনাল ও ট্রাকস্ট্যান্ডের সামনে কোনো যানবাহন রেখে যানজট তৈরি করা যাবে না। তিনি যানজটের সৃষ্টি হতে দেখে বিরক্তি প্রকাশ করেন। গাবতলী বাসটার্মিনাল শ্রমিক সমিতির আহ্বায়ক মফিজুল হক মেয়রের কাছে বাসটার্মিনালের জন্য জায়গা চাইলে তিনি বলেন, জায়গা দেয়ার মালিক তিনি নন। তবে সে রকম জায়গা দেখাতে পারলে বাসটার্মিনাল তৈরিতে সহযোগিতা করবেন তিনি। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে