এমপিওভুক্তি অত্যন্ত বাজে ব্যবস্থা : অর্থমন্ত্রী
ঢাকা : আন্দোলন হলেও অষ্টম জাতীয় পে স্কেলের পরিবর্তনের আর কোনো সুযোগ নেই বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার সকালে সচিবালয়ে অনলাইনে আয়কর পরিশোধ করে নিজ কার্যালয়ে এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী নিজের আয়কর বিবরণী জমা দেন। কর অঞ্চল-৮ এর কমিশনার জিয়া উদ্দিন মাহমুদসহ অন্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, বেতন কাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি অযৌক্তিক। আমি তাদের সঙ্গে বসে আলোচনা করে ঠিক করেছি।
এমপিওভুক্ত শিক্ষকদের ব্যাপারে তিডিন বলেন, এমপিওভুক্তি অত্যন্ত বাজে ব্যবস্থা। এটা স্কুলের স্বার্থ দেখে না, ছাত্রদের স্বার্থও দেখে না। শুধু শিক্ষকদের স্বার্থ দেখে।
অর্থমন্ত্রী বলেন, এ জন্য একটি কমিটি করে দিয়েছি। কমিটি যে সুপারিশ করবে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যদিও এ কমিটি খুব ধীরে কাজ করছে।
২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�