খালা রোল মডেল : টিউলিপ
ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে থেকে না দেখলেও ছোটবেলায় মা-খালার কাছে গল্প শুনে রাজনীতিতে আগ্রহী হয়েছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক।
বুধবার ঢাকার উত্তরায় ‘ইন্সপিরিশনাল উইমেন’ শীর্ষক এক কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
ব্যবসা, সাংবাদিকতা ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সঙ্গে স্কুল ছাত্রীদের যোগাযোগ ঘটাতে প্রথমবারের মতো এ কর্মসূচির আয়োজন করে স্কলাসটিকা স্কুল কর্তৃপক্ষ। কর্মসূচিতে অংশ নেয় রাজধানীর নয়টি স্কুলের ছাত্রীরা।
স্কলাসটিকা স্কুলের এক সময়ের ছাত্রী টিউলিপ অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমার ছোটবেলা থেকেই ইচ্ছা রাজনীতি করব, এমপি হব। সবাই রাজনীতি করবে না, যা করতে চান মনোযোগ দিয়ে করবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক ২০১৫ সালের মে মাসে যুক্তরাজ্য পার্লামেন্টের এমপি নির্বাচিত হন। এরই মধ্যে বিরোধী দলে থাকা লেবার পার্টির ছায়া সরকারেও জায়গা করে নিয়েছেন তিনি।
নির্বাচনে জয়ের পর এক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেছিলেন, তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই তিনি রাজনীতি শিখেছেন।
১৯৮২ সালে লন্ডনে টিউলিপের জন্ম। তার জন্মের বেশ কয়েক বছর আগে ১৯৭৫ সালে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিদেশে থাকায় আল্লাহর রহমতে প্রাণে বেঁচে যান টিউলিপের মা শেখ রেহানা ও খালা শেখ হাসিনা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, বড় হয়ে নানার কথা শুনে, যুদ্ধের কথা শুনে রাজনীতি করার কথা ভেবেছি। নানা মানুষের জন্য কী কী কাজ করতেন, দেশের জন্য কী কী ভাবতেন- এসব গল্প শুনেছি মা-খালার কাছে।
নানা বঙ্গবন্ধুর গল্প শুনে অনুপ্রেরণা পেলেও খালা শেখ হাসিনাকেই নিজের রাজনীতির রোল মডেল মনে করেন টিউলিপ। মা-খালাকে সব সময় দেখেছি, বাংলাদেশের মানুষের ভালো-মন্দ নিয়ে আলাপ-আলোচনা করতে। সব সময় খালা আমার রোল মডেল ছিলেন।
ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আসার ইচ্ছা আছে কি না এমন প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, ভবিষ্যতে কী হয় বলা যায় না। মাত্র তো এমপি হলাম।
তিনি বলেন, আমি এখান থেকেও রাজনীতি শুরু করতে পারতাম। রাজনীতি করা মানে মানুষকে সাহায্য করা। তবে যেকোনো দেশ থেকেই মানুষকে সাহায্য করা যায়। সুযোগ পেলে যুক্তরাজ্যে থেকেও বাংলাদেশের জন্য কাজ করার আগ্রহের কথা জানান তিনি।
স্কলাসটিকায় পড়ার কথা স্মরণ করে টিউলিপ বলেন, আমি স্বপ্নেও ভাবিনি এখানে ফেরত আসব। আজ আমার খুব ভালো লাগছে। এমপি নির্বাচিত হওয়ার পরে আমার স্বামীকে বলেছি- যখন প্রথম যাব, স্টুডেন্টদের সঙ্গে কথা বলব।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীসহ সংসদের স্পিকারও নারী।
২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�