মেয়র আনিসুলকে ৫০ লাখ টাকা দিল ইসলামী ব্যাংক
ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। রাজধানীর গুলশান-বনানী আবাসিক এলাকায় সিসিটিভি স্থাপনের জন্য ব্যাংকটি এ অনুদান দেয়। আনিসুল হক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের কাছ থেকে ৫০ লাখ টাকার চেক গ্রহণ করেন। ২২ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক প্রদান করা হয়।
এ সময় বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভুঁইয়া দিলান ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএইচএম লতিফ উদ্দিন চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল