বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৭:২৩

টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে নিহত ৩, থমথমে অবস্থা

টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে নিহত ৩, থমথমে অবস্থা

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর গ্রামের অমরপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য বলছে র‌্যাব। নিহতরা হলেন- ওমর আলী, সাদ্দাম হোসেন ও কাসেম আলী। এ সময় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। র‌্যাব- ১২ এর কোম্পানি কমান্ডার এএসপি মহিউদ্দিন ফারুকী বন্দুকযুদ্ধের খবর নিশ্চিত করেছেন। মহিউদ্দিন ফারুকী বলেন, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ওই তিন নেতা উমরপুরে একটি বাড়িতে বৈঠক করার সময় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে পুলিশের ওপর গুলি ছোড়া হলে র‌্যাব পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে। ২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে