বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০১:২৫:০৩

‘বিএনপি নির্বাচনের আগেই পরাজিত হয়েছে’

‘বিএনপি নির্বাচনের আগেই পরাজিত হয়েছে’

ঢাকা: বিএনপি নির্বাচনের আগেই পরািজত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার কল্যাণ সমিতি আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, গত ৮টি সিটি করপোরেশন নির্বাচনে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পৌর নির্বাচনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। বিএনপি নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনের আগেই হেরে গেছে।’ মন্ত্রী আরও বলেন, ‘কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার। সমস্ত নিয়ম নীতি মেনেই নির্বাচন সম্পন্ন করা হবে।’ এ সময় বিএনপি বিদেশি কূটনীতিকদের কাছে নালিশ করে রাজনৈতিকভাবে বিএনপি দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। ‘নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে। আমরা তাদের স্বাগত জানাই। কিন্তু তারা বিদেশি কূটনীতিকদের মাধ্যমে সেনাবাহিনী নামানোর দাবি জানিয়েছে। নির্বাচনের কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হবে না। সেনাবাহিনী নামানোর কোনো যৌক্তিকতা দেখি না।’ ২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে