শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫, ১১:০০:৪৮

আবার ২ কোটি টাকার সোনা

আবার ২ কোটি টাকার সোনা

নিউজ ডেস্ক : আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা আটকের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাতে চার কেজি সোনাসহ মো. রাসেল (২৫) নামে এক বিমানযাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার গণমাধ্যমকে জানান, আটক সোনার বাজারমূল্য ২ কোটি টাকা। রাত সাড়ে নয়টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন রাসেল। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়। পরে তার হাত ব্যাগ তল্লাশি করে এসব সোনা উদ্ধার করা হয়। এক কেজি ওজনের চারটি সোনার বার কেটে বেশ কয়েকটি টুকরো করেছিলেন তিনি। টুকরোগুলো ছয়টি মোবাইল সেটের ব্যাটারি রাখায় জায়গায় বসিয়েছিলেন। শহীদুজ্জামান সরকার জানান, এরপর কালো স্কচটেপ দিয়ে পেঁচিয়ে হাত ব্যাগে করে সোনার টুকরাগুলো পাচার করছিলেন রাসেল। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। গত ২৩ ডিসেম্বর ৬ কেজি সোনাসহ দুই মালয়েশিয়ানকে গ্রেপ্তার করেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। মাত্র তিনদিনের মাথায় আবার একই ঘটনা। ২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে