বুধবার, ২৫ মার্চ, ২০২০, ১০:০৭:১৪

বাঙালি বীরের জাতি, আমরা এ যুদ্ধেও জয়ী হব ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী

বাঙালি বীরের জাতি, আমরা এ যুদ্ধেও জয়ী হব ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস মো'কাবেলায় স্বাস্থ্যবিধি মেনে সবাইকে যার যার ঘরে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাই'রাসের প্রাদু'র্ভাবের মধ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার ভাষণে যে কোনো কঠিন পরি'স্থিতি মো'কাবেলার জন্য সরকার প্রস্তুত রয়েছে জানিয়ে সং'ক'ট মো'কাবেলায় তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। পাশাপাশি এই সং'ক'টময় সময়ে সবাইকে ধৈর্য্য ধরে সাহ'সিকতার সঙ্গে পরি'স্থিতি মো'কাবেলা করার আহ্বান জানান।

তিনি বলেন, এই সং'ক'টময় সময়ে আমাদের সহনশীল এবং সংবে'দনশীল হতে হবে। কেউ সুযোগ নেয়ার চেষ্টা করবেন না। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই। দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে সরবরাহ চেইন অটুট রয়েছে। অযৌ'ক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না। জনগণের দুর্ভো'গ বাড়াবেন না। সর্বত্র বাজার মনিটরিং-এর ব্যবস্থা করা হয়েছে।

এ সময় সবার সম্মিলিত প্রচেষ্টায় নি'শ্চয়ই বিশ্ববাসী এ দুর্যো'গ থেকে দ্রুত পরি'ত্রাণ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। তিনি বলেন, যুগে যুগে জাতীয় জীবনে নানা সং'কটময় মুহূর্ত আসে। জনগণের সম্মিলিত শ'ক্তির বলেই সে সব দুর্যো'গ থেকে মানুষ পরিত্রা'ণ পেয়েছে। ইতিপূর্বে প্লেগ, গুটি বসস্ত, কলেরার মতো মহামা'রী মানুষ প্রতিরো'ধ করেছে।

আত'ঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আত'ঙ্ক মানুষের যৌক্তিক চিন্তা-ভাবনার বিলোপ ঘটায়। সব সময় খেয়াল রাখুন আপনি, আপনার পরিবারের সদস্য এবং আপনার প্রতিবেশীরা যেন সং'ক্র'মিত না হন। আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুর'ক্ষিত রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে করোনা ভাইরাস মো'কাবেলায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, বাঙালি বীরের জাতি। নানা দুর্যো'গে-সং'কটে বাঙালি জাতি সম্মিলিতভাবে সেগুলো মো'কাবেলা করেছে। ১৯৭১ সালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শ'ত্রুর মো'কাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাই'রাস মো'কাবেলাও একটা যু'দ্ধ। এ যু'দ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা। আমরা সবার প্রচেষ্টায় এ যু'দ্ধে জয়ী হব, ইনশাআল্লাহ। আবারও বলছি: স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই যার যার ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে