বুধবার, ০৮ এপ্রিল, ২০২০, ০৯:৩৩:২৯

বেশ কয়েকটি কালবৈশাখীসহ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

বেশ কয়েকটি কালবৈশাখীসহ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

নিউজ ডেস্ক : চলতি মাসের শেষে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। আশ'ঙ্কা রয়েছে বেশ কয়েকটি কালবৈশাখী ঝড়েরও। তাপপ্রবাহের কারণে আকাশে সৃষ্টি হচ্ছে মেঘমালা। আর সেই মেঘমালা থেকেই তৈরি হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ শক্তিশালী হলেই হবে ঘূর্ণিঝড়। চলতি মাসে এমন ঝড়েরই আশ'ঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

তারা বলছেন, ঝড়বৃষ্টির সঙ্গে সঙ্গে বাড়বে তাপপ্রবাহও। বেশ কয়েকটি এলাকার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাবে। এ বিষয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ''এই মৌসুমে ঝড়বৃষ্টি হওয়া খুব স্বাভাবিক। এই অবস্থায় চলতি মাসে বেশ কয়েকটি কালবৈশাখী ঝড় হওয়ার আশ'ঙ্কা আছে। তবে চলতি সপ্তাহ থাকবে শুষ্ক।''

আরেক আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ''চলতি মাসে স্বাভাবিক ঝড়বৃষ্টির পাশাপাশি একটি ঘূর্ণিঝড় হতে পারে। এ সময়ে সাগরে সৃষ্ট ল'ঘুচা'প নিম্নচাপে পরিণত হয়। সেটি বেশি শ'ক্তিশালী হলে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। তবে অনেক সময় তা ঝড়ে রূপ নেওয়ার আগে দুর্বল হয়ে যায়।''

আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ুর পরিবর্তনের কারণে দেশের ঋতুগুলোর পরিবর্তন ঘটছে। আগে যেখানে বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হতো, এখন তা হচ্ছে না। বৈশাখের প্রায় মাসখানেক আগে থেকেই এই ঝড় শুরু হয়ে যায়। অন্যদিকে তী'ব্র তাপপ্রবাহের কারণে আকাশে অনেক মেঘমালার সৃষ্টি হয়। এসব মেঘমালা যদি সাগরে তৈরি হয়, তাহলে জলীয় বাষ্প এবং পানি মিলে-মিশে নিম্নচাপের সৃষ্টি করে। এই নিম্নচাপ বেশি শক্তিশালী হয়ে গেলেই মুশকিল। তখন সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে