শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ০৮:৪৮:০৮

আবদুল মাজেদের সঙ্গে পরিবারের শেষ দেখা, যেকোনও মুহুর্তে ফাঁসি : প্রস্তুত ১০ জল্লাদ

আবদুল মাজেদের সঙ্গে পরিবারের শেষ দেখা, যেকোনও মুহুর্তে ফাঁসি : প্রস্তুত ১০ জল্লাদ

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু হ'ত্যাকা'ণ্ডের সাড়ে চার দশক পর গ্রে'ফতার মৃ'ত্যুদ'ণ্ডাদেশপ্রা'প্ত আসা'মি ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদের সঙ্গে ঢাকা জেলে সাক্ষাৎ করছেন পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তারা সাক্ষাৎ করেন বলে নি'শ্চিত করেছেন কা'রা কর্তৃপক্ষ। 

এদিকে, বঙ্গবন্ধুর খু'নি আবদুল মাজেদের ফাঁ'সির রায় কার্যকর করতে জ'ল্লাদ শাহজাহানের নেতৃত্বে মো. আবুল, তরিকুল ও সোহেলসহ ১০ জনের জ'ল্লাদের একটি দল প্রস্তুত রেখেছে ঢাকা জেল কর্তৃপক্ষ। এদিকে, মাজেদের প্রাণভি'ক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি।

প্রাণভি'ক্ষার আবেদন নাকচের পরই আবদুল মাজেদের মৃ'ত্যু প'রো'য়ানার ফাইল রাষ্ট্রপতির কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে সরকারের একাধিক দায়িত্বশীল সূ'ত্র এ ত'থ্য নি'শ্চিত করেছে। তারপর আবদুল মাজেদের সঙ্গে পরিবারের সাক্ষাৎ করেছে।

কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন গণমাধ্যমকে বলেন, ''ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের প্রাণভি'ক্ষার আবেদন না'কচ করে দিয়েছেন রাষ্ট্রপতি। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে সেই ফাইল পৌঁছানোর কথা।''

মাজেদের মৃ'ত্যুদ'ণ্ড কা'র্যকরে কারা কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষে'প কী হবে- এমন প্রশ্নে তিনি বলেন, ''মাজেদের মৃ'ত্যুদ'ণ্ড কার্যকরে বিধি অ'নুযায়ী কারা কর্তৃপক্ষ সম্পূর্ণ প্র'স্তুত রয়েছে। এখন সরকার যেভাবে নির্দে'শনা দেবে, সেভাবেই কারা কর্তৃপক্ষ কাজ করবে। পুরো বিষয়টি এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে