শনিবার, ১৮ জুলাই, ২০২০, ০২:৪৯:০৫

এবারের ঈদে ট্রেন চলাচল নিয়ে যে সিদ্ধান্তের কথা জানালেন রেলমন্ত্রী

এবারের ঈদে ট্রেন চলাচল নিয়ে যে সিদ্ধান্তের কথা জানালেন রেলমন্ত্রী

নিউজ ডেস্ক : নুরুল ইসলাম সুজন আরও বলেন, কোভিড-১৯ সং'ক্রমণ রো'ধে ঈদুল আজহা উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই। তবে সীমিত পরিসরে রেল চলবে স্বাস্থ্যবিধি মেনে। টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে।

তিনি বলেন, টিকিট বিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সে কাজের সবশেষ অবস্থাও পরিদর্শন করবেন রেলমন্ত্রী। তিনি আরও বলেন, গরু-ছাগল পরিবহনের জন্য যে এনিমেল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, এতে এখনও কোনো সাড়া মেলেনি। তিনি বলেন, ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম আর উঁচু করা হবে। শনিবার তিনি চ্যানেল২৪-কে এসব কথা বলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে