শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০৯:০৬:০৪

‘শেখ হাসিনা বলেই সম্ভব’

‘শেখ হাসিনা বলেই সম্ভব’

ঢাকা : সারাদেশে আরেকটি উৎসব আজ। সেটা হলো শিশুদের বই উৎসব। নতুন বইয়ের উৎসব আজ। নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীরা বিগত কয়েক বছরের মতো এ বছরও নতুন বই দিয়েই বরণ করবে নববর্ষকে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ আয়োজন করছে এ উৎসবের। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় মাঠে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও এবতেদায়ি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন। বৃহস্পতি গণভবনে ১৮ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে এবারের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আ্ওয়ামী লীগের নেতাদের ভাষ্যমতে এই উৎসব পালনের কৃতিত্ব সারা বিশ্বে কেবল একজন ই নিতে পারেন। তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তাদের মতে, বিশ্বের ইতিহাসে এমন কোনো দেশ পাওয়া যাবে না যে দেশে বছরের শুরুরদিন নবম শ্রেণী পর্যন্ত সাড়ে চার কোটি শিক্ষার্থীর কাছে ৩৩ কোটির উপর বই কোনো কালে বিতরণ করা হয়েছে, তাও আবার বিনামূল্যে । শেখ হাসিনা বলেই কেবল সম্ভব হয়েছে । "নতুন বইয়ের গন্ধে মাতুক দেশের ভবিষ্যত প্রজন্ম"- ১ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে