অপার সম্ভাবনার দুয়ারে বাংলাদেশ
ঢাকা : নানা প্রতিকূল অবস্থার মধ্যেও উন্নয়ন ও অর্থনীতির কয়েকটি দিক থেকে ইতিবাচক অগ্রগতি হয়েছে বাংলাদেশের, যার সাফল্য দেশের গণ্ডি ভেদ করে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। বিশ্বব্যাংকের মূল্যায়নে মধ্য আয়ের দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ।
বিদায়ী বছরে স্বপ্নের পদ্মা সেতুর মূল নির্মাণ কাজ উদ্বোধনের মধ্য দিয়ে খুলে গেছে অপার সম্ভাবনার দুয়ার। এটি বাস্তবায়নের পর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হার বাড়বে শূন্য দশমিক ৫৬ শতাংশ। এছাড়া গেল বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভের মজুদ গড়ে তোলা হয়েছে ২ হাজার ৭শ’ কোটি মার্কিন ডলারের বেশি। পাশাপাশি চলতি অর্থবছরের মধ্যে বিদ্যুতের উৎপাদন সাড়ে ১৪ হাজার মেগাওয়াটে উন্নীতসহ ১৫১৮ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ দেয়ার কাজ শুরু হয়েছে। সহনীয় পর্যায়ে রাখা হয়েছে মূল্যস্ফীতি। আর শষ্য উৎপাদন এবং কৃষির বিভিন্ন খাত-উপখাতে বেশ সাফল্য পেয়েছে বাংলাদেশ। এরই মধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে খাদ্য উৎপাদনে। এছাড়া দ্রুতগতিতে এগিয়ে চলছে তথ্য প্রযুক্তি খাতের সার্বিক উন্নয়ন। দিন দিন বাড়ছে জনশক্তি রফতানি। সব মিলিয়ে প্রকৃত অর্থেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এ প্রসঙ্গে জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বেশ কিছু ইতিবাচক কর্মকাণ্ড রয়েছে সরকারের। এর মধ্যে তথ্য প্রযুক্তিতে উন্নয়নসহ পদ্মা সেতুর মতো বেশ কিছু বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে। এগুলো সম্পূর্ণ হলে অবকাঠামো সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে। সরকার মূল্যস্ফীতিতে মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। এছাড়া খাদ্য উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
১ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ