বই উৎসবে উচ্ছ্বসিত শিশুরা
নিউজ ডেস্ক : ইংরেজি নববর্ষের প্রথম দিনে দেশ জুড়ে শুরু হয়েছে বই উৎসব।রাজধানীর ধানমন্ডির গভঃ ল্যাবরেটরি হাইস্কুল মাঠে সকাল ১০টার দিকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে চলছে শিক্ষার্থীদের এই উৎসব। এবার প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৩৪ কোটি বই বিতরণ করবে শিক্ষা মন্ত্রণালয়।
১ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ