শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ১১:২৭:২৮

ছাত্রদলের স্লোগানে বিরক্ত খালেদা

ছাত্রদলের স্লোগানে বিরক্ত খালেদা

ঢাকা : বক্তব্যের মাঝখানে স্লোগান দেয়ায় ছাত্রদল নেতাকর্মীর প্রতি বিরক্তি প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ছাত্রদলের সমাবেশে তিনি এ বিরক্তি প্রকাশ করেন। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রদলের নেতাকর্মীদের খালেদা জিয়া বলেন, তোমরা সবাই শিক্ষিত। বক্তব্যের মাঝে তোমরা স্লোগান দাও। অথচ তোমরা জানো, কখন স্লোগান দিতে হবে, কখন হাততালি দিতে হবে। কিন্তু সেটা মেনে চলো না। তিনি বলেন, তোমাদের সুশৃঙ্খল হতে হবে। ছাত্রদল করে অনেকে মন্ত্রী-এমপি হয়েছে। আমরা তোমাদের পেছন থেকে বুদ্ধি-পরামর্শ দিতে পারি। সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরই সামনের দিকে এগিয়ে যেতে হবে। খালেদা জিয়া বলেন, আমি দেখেছি, তোমরা অনেক সময় অহেতুক স্লোগান দাও, ছবি উঠানোর জন্য ধাক্কা-ধাক্কি করো। এটি কিন্তু ছাত্রদলের কাজ না। তোমরা লিফলেট-পোস্টার ছাপিয়ে বিতরণ করতে পার। ছাত্রলীগ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অপমান করছে। তোমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারো। তোমাদের স্লোগানেও কোনো নতুনত্ব দেখি না। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে জটের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন সেশনজটের সৃষ্টি হয়, তেমনি ছাত্রদলের কমিটি নিয়েও জটের সৃষ্টি হয়েছে। সে কারণে কমিটি গঠনে সমস্যা হচ্ছে। এসময় নেতাকর্মীদের আশার বাণী শোনান খালেদা জিয়া। বিগত দু’টি আন্দোলনেই ছাত্রদল রাজপথে ছিল জানিয়ে তিনি বলেন, আমি জানি, বিএনপির বিগত দু’টি আন্দোলনেই ছাত্রদল রাজপথে সক্রিয় ছিল। যারা সক্রিয় ছিল, তাদের দিয়েই ছাত্রদলের বিভিন্ন কমিটি গঠন করা হবে। খালেদা জিয়া বলেন, কাউকে আমি ফেলে দেব না। বয়সের কারণে যারা ছাত্রদল করার সুযোগ পাবে না, তাদের অন্য অঙ্গ-সহযোগী সংগঠনে নেয়া হবে। ভয়ের কোনো কারণ নেই। ১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে