স্বপ্ন ভেঙে যায়নি দুই হিজড়ার
নিউজ ডেস্ক : হারলেও থামবেন না হিজড়া দিতি ও সুমি। দুজন দু’মেরুর হলেও মনোবল এক। একবার না হয় হেরেছে কিন্তু আবার লড়বেন তারা। স্বপ্ন ভেঙে যায়নি তাদের।
হিজড়া সুমি খাতুনের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার হাসপাতাল পাড়ায়। সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচনে বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর (সংরক্ষিত) প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি।
এদিকে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়াই করে হেরে যান হিজড়া দিতি। পৌর নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বলেন, অধিকার একদিন অর্জিত হবেই। মানুষের ভালোবাসাই আমাকে আগামীর পথ চলার সাহস যোগাবে। আমি মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। জয়-পরাজয় থাকবেই।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে দিতি সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। তিনি পেয়েছেন ১৫১২ ভোট। বিজয়ী লুৎফুন নেছা পেয়েছেন ১৬৫৩ ভোট। মাত্র ১৪১ ভোটের ব্যবধানে হেরে যান দিতি।
এদিকে সুমি খাতুন পৌরসভা নির্বাচনে বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন। কিন্তু জিততে পারেননি।
সুমির প্রতিদ্বন্দ্বী তাছলিমা খাতুন ১ হাজার ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সুমি পেয়েছেন ৪৯৭ ভোট। গত নির্বাচনে সুমি হেরেছিলেন মাত্র ১৩ ভোটে। এবার হারলেন বড় ব্যবধানে। তবে পরাজিত হলেও আশা হারাননি সুমি।
১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�