শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০২:৪৮:৩৮

নতুন বছরে পুলিশ পেলেন খালেদা জিয়া

নতুন বছরে পুলিশ পেলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : নতুন বছরে বাসভবনের নিরাপত্তায় পুলিশ পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সকাল থেকে খালেদা জিয়ার গুলশানের ‘ফিরোজা’ বাসভবনের সামনে চারজন পুলিশ দেওয়া হয়েছে। তারা এখন থেকে নিয়মিত ডিউটি পালন করবেন বলে জানা গেছে। এর আগে গুলশান কার্যালয়ে তিন মাস অবরুদ্ধ থাকার সময় খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করা হয়। এ নিয়ে দলটির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে একাধিকবার আবেদন করা হয়। সম্প্রতি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার এক মন্তব্যে রাজনীতিতে ঝড় ওঠে। এ রই ধারাবাহিকতায় ছাত্রলীগ-যুবলীগসহ মুক্তিযোদ্ধাদের কয়েকটি সংগঠন গুলশান-২ এ গিয়ে সভা-সমাবেশ করে এর প্রতিবাদ জানায়। এ ছাড়া থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে দলীয় প্রধানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ ছিল বিএনপির। যদিও বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ছিল। কিন্তু পুলিশ না থাকায় বেগম জিয়ার নিরাপত্তাহীনতার শঙ্কা করে বিএনপি। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে ইলাহী আকবর গতকাল রাতে বলেন, ‘চেয়ারপারসন লন্ডনে থাকা অবস্থায় আমরা পুশিলের জন্য আবেদন করেছিলাম। হয়তো সে আবেদনে সাড়া দিয়েই চারজন পুলিশ সদস্য দেওয়া হয়েছে।’-বিডি প্রতিদিন ২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে