শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৮:৪৪:১৯

অন্ধ হাফেজ কলিমের কোরআন তেলওয়াত শোনে মুগ্ধ বিশ্ববাসী

অন্ধ হাফেজ কলিমের কোরআন তেলওয়াত শোনে মুগ্ধ বিশ্ববাসী

নিউজ ডেস্ক : বিস্ময়কর বালক কলিম উদ্দিন সিদ্দিকী। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। তবুও শৈশবেই মুখাস্ত করেছে পবিত্র কুরআন মজীদ। প্রতিভার স্বাক্ষর রেখে সৌদি দূতাবাস আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশের ক্ষুদে হাফেজদের মধ্যে প্রথম হয়েছে কলিম। হাফেজ কলিম সিলেটের জামিয়া মাছুমিয়া ইসলামিয়া মাছিমপুর মাদরাসার ছাত্র। সম্প্রতি রাজধানীর গুলশানে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয় কলিম। তার তেলাওয়াত শুনে মুগ্ধ হন সৌদি রাষ্ট্রদূত। তিনি দূতাবাসে হাফেজ কলিম সিদ্দিকী ও তার ওস্তাদদের আমন্ত্রণ জানান। সেখানে হাফেজ কলিমের হৃদয়গ্রাহী কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে তাকে ৫শ’ ডলার পুরস্কারও দেন রাষ্ট্রদূত। এ সময় দূতাবাসে উপস্থিত ছিলেন- মাদরাসার সহকারী পরিচালক হযরত মাওলানা হাফেজ শহীদ আহমদ, মাওলানা শিব্বির আহমদ ও হাফেজ কাওছার আহমদ। ইতোপূর্বে কলিম সিদ্দিকী কুরআনের আলো হিফজুল কুরআন প্রতিযোগিতাসহ জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে