৬ মাস থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী
ঢাকা : রাস্তার পাশে মানবেতর জীবনযাপন করা মানুষদের নিজ গ্রামে পুনর্বাসন করবে সরকার। প্রথমে তাদের সরকারি জমিতে পুনর্বাসন করা যায় কিনা তা দেখা হবে। প্রয়োজনে সরকার ছয় মাস তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে সমাজসেবা অধিদফতরের এক অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধামমন্ত্রী বলেন, প্রতিবন্ধী মানুষদের অসহায়ত্বকে পুঁজি করে এক শ্রেণির দালাল ভিক্ষাবৃত্তি করাচ্ছে। এসময় অসহায় প্রতিবন্ধী মানুষকে পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদফতরকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের ৬০ হাজার প্রতিবন্ধীকে ভাতা দেয়া হচ্ছে। এছাড়া, যে সব শিশু ঝুঁকিপূর্ণ কাজ করছে তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য ইউএনডিপির সহায়তায় ২০টি প্রকল্প চালু করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। সরকারী আশ্রয়ণ প্রকল্পগুলোতে দেড়লাখেরও বেশি ভাসমান মানুষকে পুনর্বাসন করা হয়েছে। এ সরকার এতিমদের টাকা লুট করে না, প্রতিবন্ধী ও এতিমদের পুনর্বসনের ব্যবস্থা করছে সরকার। এছাড়া, পথশিশুদের পুনর্বাসনে ছোটমনি নিবাসের সংখ্যা বৃদ্ধির কথাও বলেন প্রধানমন্ত্রী।
২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ