শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০১:৫৬:৩৬

সিগারেটের আগুন কেড়ে নিল যুবকের প্রাণ

সিগারেটের আগুন কেড়ে নিল যুবকের প্রাণ

ঢাকা : সিগারেটের আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল নাসির উদ্দিন আল মাহমুদ নামে একজনের। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর নাখালপাড়ার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাসির উদ্দিন পশ্চিম নাখালপাড়ার ৫৭৭ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, স্ত্রীর সঙ্গে ৮ বছর আগে নাসির উদ্দিনের বিবাহ বিচ্ছেদ হয়। বাসাটিতে তিনি একা থাকতেন। নাসির নিয়মিত ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন। শুক্রবার রাতে জলন্ত সিগারেট হাতে নিয়ে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে বিছানায় আগুন লেগে দগ্ধ হন। এ সময় পোড়া গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে