‘১১ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন’
ঢাকা : আগামী ১১ জানুয়ারি থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ড. এএসএম মাকসুদ কামাল।
ড. এএসএম মাকসুদ কামাল জানান, সরকার ঘোষিত ৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন ও দাবিসমূহের প্রতিফলন না ঘটায় আগামী ১১ জানুয়ারি থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের তাদের (শিক্ষকদের) দাবি সম্পর্কে অবগত করবেন।
তিনি জানান, ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি প্রতিদিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলােতে ধর্মঘট পালন করা হবে। এর মধ্যে যদি সরকারের তরফ থেকে কোনো ধরনের আলোচনায় বসার কথা বলা ন হয় তাহলে শিক্ষকরেই অলোচনায় বসবেন কিন্তু কর্মসূচি অব্যাহত থাকবে।
যতক্ষণ পর্যন্ত নতুনভাবে বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
২ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�