নিউজ ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও শতবর্ষী প্রবীণ আলেম আল্লামা শাহ আহমদ শফীর মৃ'ত্যু হৃ'দয'ন্ত্রের ক্রিয়া ব'ন্ধ হওয়ার কারণে হলেও তার ছেলে আনাস মাদানী ইঙ্গিত করছেন, হাটহাজারি মাদ্রাসায় কয়েকদিনের ঘ'ট'নাপ্রবাহ এবং উ'দ্ভূত পরিস্থি'তির কারনে 'টেনশ'নে' তাঁর 'হা'র্ট ফেল' হয়েছিল।
আনাস মাদানী বলেন, আমার আব্বা দীর্ঘদিন রোগে ভু'গলেও ভালোর দিকে ছিলেন। বৃহস্পতিবার অনাকা'ঙ্ক্ষিত ঘ'ট'নার কারণে আব্বাজান হঠাৎ করে অসু'স্থ হয়ে গেলেন ও উনাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়। সেখানকার ডাক্তাররা আমাকে ফোন দিয়ে বলেছেন আব্বা টে'নশনের কারণে হা'র্ট ফেল করেছিলেন।
এদিকে শুক্রবার সন্ধ্যায় আহমদ শফী ঢাকার একটি হাসপাতালে মৃ'ত্যুর পর তার ছেলে আনাস মাদানী তার পিতার জা'নাজা ও দা'ফনের বিষয়ে তাদের সি'দ্ধান্ত গণমাধ্যমকে অবহিত করেন। তিনি জানান, আহমদ শফীর ইচ্ছে অনুযায়ী তার একটিই জা'নাজা হবে। শনিবার বেলা দুটায় হাটহাজারী মাদ্রাসায় এবং এরপর সেখানকার ক'বরস্থানেই তাকে দা'ফন করা হবে। আনাস মাদানী বলেন, আমার আব্বা সারাজীবন এক জা'নাজার পক্ষে ছিলেন। এটাকে কেউ ভিন্নখাতে নিয়ে বিভ্রা'ন্তি তৈরি করবেন না দয়া করে।