সোমবার, ০৫ মে, ২০২৫, ১২:০৪:১৪

কমেছে ডলারের দাম, বাজার বিশ্লেষকদের যে আশঙ্কা প্রকাশ

কমেছে ডলারের দাম, বাজার বিশ্লেষকদের যে আশঙ্কা প্রকাশ

এমটিনিউজ২৪ ডেস্ক : ডলারের বিনিময় হার দুর্বল হতে থাকলে (দাম কমতে থাকলে) উপসাগরীয় দেশগুলোতে কর্মরত প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ এ প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন সতর্কতা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতি এবং যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারে চলমান অনিশ্চয়তার কারণে ডলারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা হ্রাস পাচ্ছে।

ডলারের বিনিময় হার কমার ফলে সৌদি রিয়াল ও আমিরাতি দিরহামের মতো অধিকাংশ মুদ্রার বিনিময় হারও কমেছে। ফলে প্রবাসীরা দেশে টাকা পাঠিয়ে আগের মত বিনিময় মূল্য পাচ্ছেন না।

বাজার বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন, যদি ডলারের দুর্বলতা দীর্ঘস্থায়ী হয়, তবে বাংলাদেশ, ফিলিপাইন এবং পাকিস্তানের মতো দেশগুলোয় প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে