শনিবার, ০৩ অক্টোবর, ২০২০, ০৬:২৩:৩১

করোনায় মানুষের পাশে শুধু আওয়ামী লীগই ছিল, অন্যরা লিপ সার্ভিসে: প্রধানমন্ত্রী

করোনায় মানুষের পাশে শুধু আওয়ামী লীগই ছিল, অন্যরা লিপ সার্ভিসে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : করোনা ম'হামা'রি ও দুর্যো'গের মধ্যে আওয়ামী লীগ নেতারা তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের কাছে গিয়ে সেবা দেয়ায় দেশের মানুষের দু'র্ভো'গ ক'মেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনায় মানুষের সেবা দিতে গিয়ে ৬১ জেলায় ৫২২ নেতা-কর্মী মৃ'ত্যুবরণ করেছেন। 

শনিবার সকালে দী'র্ঘ সাত মাস পর অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। করোনা ম'হামা'রির প্রে'ক্ষাপটে এবার সীমিত পরিসরে আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ এ সভা। সভার শুরুতেই শেখ হাসিনা ম'হামা'রি, প্রাকৃ'তিক দুর্যো'গে দেশ সামলানোর বিভিন্ন পরি'স্থিতি উল্লেখ করে বক্তব্য রাখেন। 

তিনি বলেন, ''শুধু করোনাই নয়; এর মধ্যেই বাংলাদেশকে ঘূ'র্ণিঝড় আম্পান ও বন্যা মো'কা'বিলা করতে হয়েছে। সবমিলিয়ে দেশের মানুষের সার্বিক অবস্থা খুবই দু'র্বিস'হ অবস্থার মধ্যে পড়েছিল।'' নেতাকর্মীরা নির্দে'শ মতো জীবনের ঝুঁ'কি নিয়ে জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ''প্রশাসনকে সাথে নিয়ে ধান কা'টা থেকে শুরু করে করোনায় মৃ'তদের লা'শ দাফন পর্যন্ত দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগ।'' 

প্রধানমন্ত্রী বলেন, ''সরকারের সবকটি প্রতিষ্ঠান খুবই আন্তরিকতা নিয়ে এবার কাজ করেছে। সবাই নির্দে'শ মতো কাজ করেছে। কেউ কখনো পিছপা হয় নি কোনো কাজে। কেননা, এভাবে আন্তরিকতার সাথে কাজ করার দৃষ্টা'ন্ত দেশে কমই রয়েছে। একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষ'মতায় ছিল বলেই, মানুষ এই সহযোগিতাগুলো পেয়েছে। এখানে যদি অন্য কেউ ক্ষ'মতায় থাকতো, তাহলে কত যে মানুষ মারা যেত, কী যে দু'রব'স্থা মানুষের হতো তা ভাষায় বলা যাবে না।''

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের মতো কেউ মাঠে ছিল না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এত বড় স্যা'ক্রিফা'ইস আর কোনো দল তো বো'ধহয় করেনি, তারা শুধু লিপ সার্ভিস দিয়েছে। অনেক মিডিয়া আছে, অনেক পত্রিকা আছে। যে যার মতো যা খুশি বলে যাচ্ছে। অথচ কাউকে কিন্তু মাঠে দেখা যায় নি! আওয়ামী লীগ কতটুকু করলো আর কতটুকু করলো না, সেটি নিয়েই তারা সমালোচনা করে। কিন্তু নিজেদের চেহারা আয়নায় দেখে না বলেও মন্তব্য করেন তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে