মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১০:২৬:৩৪

এবার ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান পাবেন যেসব শিক্ষার্থীরা

এবার ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান পাবেন যেসব শিক্ষার্থীরা

এমটিনিউজ২৪ ডেস্ক : সারা দেশে মাদ্রাসা ও কারিগরির ১২ হাজার ৪৮২ জন শিক্ষার্থীকে বিশেষ অনুদান দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য ৬ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাজেট শাখা।

সোমবার (৩০ জুন) কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে এ টাকা সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে।

চিঠিতে বলা হয়,  ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান- এর ৩৬৩১১০৭-বিশেষ অনুদান খাতে ৮,৩০,০০,০০০ টাকা বরাদ্দ রয়েছে। বরাদ্দকৃত অর্থ থেকে আর্থিক অনুদান বাবদ অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পাশে বর্ণিত হারে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ লিমিটেড’-কে এ বিভাগের সঙ্গে সম্পাদিত চুক্তি মোতাবেক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংযুক্ত তালিকা অনুযায়ী নিম্নোক্ত শর্তে বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
 
জানা গেছে, ইবতেদায়ির (প্রথম-পঞ্চম) ২ হাজার ৬৮ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, ষষ্ঠ থেকে দশম (দাখিল ও ভোকেশনাল) পর্যন্ত ৭ হাজার ৪৫৬ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে দেয়া হবে।

এইচএসসি (বিএম) আলিম ও ডিপ্লোমা পর্যন্ত ২ হাজার ৬৯ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে; কামিল, ফাজিলসহ তদূর্ধ্ব শ্রেণি পর্যন্ত ৮৮৬ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে দেয়া হবে।

এ ছাড়া বিশেষ বিবেচনায় মনোনীত ৩ জন শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা করে দেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে