মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ১২:০৮:৪৯

রায় শুনে স্বামীর দিকে তাকিয়ে আদালতের কাঠগড়ায় কাঁদলেন পাপিয়া

রায় শুনে স্বামীর দিকে তাকিয়ে আদালতের কাঠগড়ায় কাঁদলেন পাপিয়া

নিউজ ডেস্ক : অ'স্ত্র আইনের মামলায় যুব মহিলা লীগের বহি'ষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের ২০ বছর করে কা'রাদ'ণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত রায় ঘোষণা করেন। এরপর তার স্বামী মফিজুর রহমান সুমনের দিকে তাকিয়ে আদালতের কাঠগড়ায় কান্না করেন পাপিয়া।

তাদেরকে ১৮৭৮ সালের অ'স্ত্র আইনের ১৯ (ক) ধা'রায় ২০ বছর ও (চ) ধারায় সাত বছরের কা'রাদ'ণ্ড দেওয়া হয়। তবে একই সঙ্গে সা'জা চলবে৷ যে কারণে আসামিদের ২০ বছর সা'জা খা'টতে হবে। এর আগে সকাল সাড়ে ১০ টায় আসামি পাপিয়া ও সুমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় তাদেরকে আদালতে গারদের রাখা হয়। পরে বেলা ২ টা ২০ মিনিটের দিকে তাদের এজলাসে তোলা হয়। 

এরপর বিচারক দুপুর ২ টা ২২ মিনিটে রায় পড়া শুরু করেন। রায় পড়া শেষে দুপুর ২ টা ২৬ মিনিটে রায় ঘোষণা করেন। আসামি পাপিয়ার আইনজীবী শাখাওয়াত উল্লাহ ভূইয়া বলেন, 'আদালত আইনগত দিক বিবেচনা করে মামলায় দেয়নি। এটা একটা সাজানো নাটক। আমরা এই রায়ের বি'রু'দ্ধে উচ্চ আদালতে আপিল করব।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে