বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ০৫:১২:৫০

এই সংস্কৃতি বাংলাদেশে যেন আর না থাকে : প্রধানমন্ত্রী

এই সংস্কৃতি বাংলাদেশে যেন আর না থাকে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ধ'র্ষ'ণ প্রতিরো'ধে ক'ঠো'র ব্যবস্থা গ্রহণসহ এ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রশা'সনের প্রতি নির্দে'শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের ঘ'টনা (ধ'র্ষণ) রো'ধ করার ব্যা'পক ব্যবস্থা আমাদের নিতে হবে। আর সব থেকে বড় কথা মানুষের মাঝেও জনসচেতনতা সৃষ্টি করা দরকার।

সম্প্রতি এই ব্যা'ধির (ধ'র্ষ'ণ) প্রকো'প বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ''ইদানিং ধ'র্ষ'ণটা ব্যা'পকভাবে হচ্ছে এবং প্রচারও হচ্ছে। এটার যত বেশি প্রচার হয় প্রা'দুর্ভা'বটাও তত বাড়ে।'' শেখ হাসিনা বৃহস্পতিবার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

সরকার ধ'র্ষ'ণের সর্বোচ্চ শা'স্তি হিসেবে মৃ'ত্যুদ'ণ্ডের বিধান সংযুক্ত করে অধ্যাদেশ জা'রি করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মূল অনুষ্ঠান স্থলসহ দেশের ৭টি বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন।

তিনি বলেন, মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কারণ, আমি জানি যে, বিচার না পেলে কি কষ্ট। আমার বাবা-মা, ভাই, ভাতৃবধূ-তাদেরকে যখন হ'ত্যা করা হয়, খু'নীদেরকে ইনডেমনিটি দেয়া হয়েছিল। আমার বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। আমি কেন '৭৫-এর ১৫ আগস্ট যারা নিহ'ত হয়েছিলেন তাদের পরিবারের কারোরই বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। আমার বাবা-মা, ভাই মা'রা গেছে আমি একটা মামলাও করতে পারিনি। আমার সেই অধিকারটাও ছিল না। এই সংস্কৃতি বাংলাদেশে যেন আর না থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে