মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১১:৪৬:২৯

জামায়াতকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে: স্বেচ্ছাসেবক দল নেতা

জামায়াতকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে: স্বেচ্ছাসেবক দল নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : নির্বাচনের পর জামায়াতকে পাকিস্তান এবং চরমোনাইকে আ'ফগা'নিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান জুয়েল। মঙ্গলবার কুমিল্লা শহরের পুলিশ লাইনস এলাকায় স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

যুবদলের এই নেতা বলেন, দলের কেউ আইন অমান্য করলে দল তাকে বহিষ্কার করতে পারে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের কেন গ্রেপ্তার করা হয়নি। যারা গুপ্ত রাজনীতি এবং ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করে, তাদের হুঁশিয়ার করে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে এগুলো আর চলবে না।

রাজনৈতিক বক্তব্য ভিন্ন হতে পারে এবং দ্বিমত থাকতেই পারে। তবে তারেক রহমানের প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকতেই হবে। তারেক রহমানের বিষয়ে কোনো আপস হবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, অতিশিগগিরই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন । নির্বাচনি রূপরেখা এবং ধানের শীষের জোয়ার দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক, দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ প্রমুখ।

মিছিলটি কান্দিরপাড় রূপায়ণ টাওয়ার হতে ঝাউতলা-বাদুরতলা হয়ে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে