মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১১:০০:১৪

আগামী জাতীয় সংসদে যাওয়ার পরই লড়াই শেষ হবে : হাসনাত আব্দুল্লাহ

আগামী জাতীয় সংসদে যাওয়ার পরই লড়াই শেষ হবে : হাসনাত আব্দুল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : ভোটে জিতে আগামী জাতীয় সংসদে যাওয়ার পরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লড়াই শেষ হবে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

গতকাল সোমবার রাতে বরগুনায় আয়োজিত এক পথসভা এ কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘আমি শুধু একটা কথাই বলি, আমাদের বাধা দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমাদের এই পথকে রুদ্ধ করার চক্রান্ত করা হচ্ছে। স্পষ্ট করে বলছি, বাধা দিলে বাধবে লড়াই এবং সেই লড়াইয়ে আমরাই জিতব।’

নেতাকর্মীদের দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে বলে হাসনাত বলেন, ‘প্রিয় বন্ধুরা, দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। চাঁদাবাজরা ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে।’

বরগুনায় আবার যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘বরগুনাবাসী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে