আর ছাড় নয় : সাঈদ খোকন
ঢাকা : অবৈধ দখলদারদের আর ছাড় দেবেন না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
রোববার রাজধানীর টিকাটুলীতে র্যাব-৩-এর কার্যালয়ে র্যাবের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
সাঈদ খোকন বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে যারা অবৈধভাবে রাস্তা দখল করে আছেন, তাদের আর ছাড় দেয়া হবে না। র্যাবের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এসময় র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, আমরা ইচ্ছে করলে কয়েক ঘণ্টার মধ্যেই সব পরিষ্কার করে ফেলতে পারি। দক্ষিণ সিটি করপোরেশনের সহায়তায় রাস্তার পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�