‘না বুঝেই আন্দোলন, নাথিং’
ঢাকা : পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকে নাথিং বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেছেন, শিক্ষকরা যে সমস্যার কথা বলছেন তা অলরেডি সমাধান করা হয়ে গেছে। না বুঝেই তারা আন্দোলন করছেন। তাদের দাবি অযৌক্তিক।
রোববার অর্থমন্ত্রণালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অষ্টম জাতীয় পে স্কেলে সিলেকশন গ্রেড বহাল ও গ্রেড সমস্যার সমাধান না হলে ১১ জানুয়ারি থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
তাদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, দেখা যাক, আন্দোলন করে তারা কতদূর যেতে পারে।
অষ্টম জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের গ্রেড সমস্যা নিরসনের দাবিতে কয়েক মাস ধরেই আন্দোলন করছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টানা ৬ষ্ঠ দিনের মতো কর্মবিরতিতে পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পরবর্তী কর্মসূচি ঠিক করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বৈঠক করে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�