পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে আনিসুল হকের পরামর্শ
ঢাকা : আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। রোববার সকালে পাসপোর্ট অফিসের হালহকিকত দেখতে আগারগাঁওয়ে যান তিনি।
এসময় তিনি বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রি. জে. মো. মাসুদ রেজওয়ান ও অধিদফরের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
আনিসুল হক পাসপোর্ট ইস্যু, নবায়ন ও অন্যান্য কাজে আসা মানুষের হয়রানি দূর করতে আলোচনা করেন। পাসপোর্ট অফিসের মূল সমস্যা দালালের নিয়ন্ত্রণ ও দুর্ভোগ থেকে মুক্তিসহ পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে পদক্ষেপ সম্পর্কে দিক-নির্দেশনা দেন তিনি।
৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�