রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৬:৪৯:১৬

হাতঘড়ি নিয়ে ঢুকলে প্রার্থিতা বাতিল

হাতঘড়ি নিয়ে ঢুকলে প্রার্থিতা বাতিল

নিউজ ডেস্ক : সরকারি কর্মকমিশনের অধীনে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এতদিন ইলেকট্রনিক্স ডিভাইস, ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ থাকলেও এবার হাতঘড়ি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোববার পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো পরীক্ষার্থী হলে হাতঘড়ি ব্যবহার করতে পারবেন না। হাতঘড়ি ব্যবহার করলে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। তবে সময় জানতে পর্যাপ্ত সংখ্যক দেয়ালঘড়ি দেয়ালে ব্যবহার করা হবে জানানো হয়। পরীক্ষার হলে হাতঘড়ি নিয়ে ঢুকলে তার প্রার্থিতা বাতিলসহ কমিশনের সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, ক্যালকুলেটর, বই ও ব্যাগ নিয়ে পরীক্ষাকেন্দ্র প্রবেশ করা যাবে না বলেও পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দুই হাজার ১৮০টি পদে লোক নিয়োগ হবে। ঢাকায় ১০৭ ও দেশের ১৬২টি কেন্দ্রে আগামী ৮ জানুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই লাখ ১১ হাজার ৩২৬ জন সরকারি চাকরি প্রত্যাশী এ পরীক্ষায় অংশ নেবেন। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে