রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৭:৫৬:২৩

এটা আওয়ামী লীগের নোংরামি : রিজভী

এটা আওয়ামী লীগের নোংরামি : রিজভী

ঢাকা : সোহরাওয়ার্দি উদ্যানের পরিবর্তে ৫ জানুয়ারি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়া হলে তাতে আপত্তি নেই বিএনপির বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার বিকেলে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী আহমেদ বলেন, আমরা ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছি। এরই অংশ হিসেবে এবার সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করতে চেয়েছি। সব আইনি প্রক্রিয়া মেনে ডিএমপির কাছে অনুমতি চেয়ে চিঠিও দেয়া হয়েছে। তিনি বলেন, গতকাল শনিবার শুনলাম, আওয়ামী লীগও সেখানে জনসভার অনুমতি চেয়েছে। এটা আওয়ামী লীগের নোংরামি। তারা পায়ে পাড়া দিয়ে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি বানচাল করার জন্য সেখানে জনসভা করতে চায়। রিজভী আহমেদ বলেন, পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ উত্তাপ সৃষ্টি করছে। এর মধ্যদিয়ে তারা দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে নিয়ে যেতে চায়। ৫ জানুয়ারির ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা এটি করছে। তিনি বলেন, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। শান্তি ও গণতন্ত্রের স্বার্থে সমাবেশের অনুমতি দিন। সোহরাওয়ার্দিতে না দিলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিন। তাতে আমাদের আপত্তি নেই। এবার আমরা দেখব, আপনারা কতটুকু শান্তি, সত্য ও গণতন্ত্রের পক্ষে। নোংরামি ছেড়ে গণতন্ত্রের পথে আসুন। রিজভী বলেন, ৫ জানুয়ারির জনসভার প্রস্তুতি আছে আমাদের। অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। যদি সরকার অনুমতি না দেয় বিএনপির নেতারা কিন্তু বসে থাকবে না। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। অনুষ্ঠানের আগের দিন রাতেও প্রশাসনের অনুমতি দেয়ার নজির আছে। তিনি বলেন, আসল-নকল বিএনপি বলে কিছু নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিই কর্মকাণ্ড পরিচালনা করছে। পৌর নির্বাচন থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে সরাতে সরকার এসব নোংরামি করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, মনিরা আক্তার রিক্তা, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে