রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৮:০২:২৫

আমার খুব কষ্ট হয়, আমাকে একটা গাড়ি দেবেন?

আমার খুব কষ্ট হয়, আমাকে একটা গাড়ি দেবেন?

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি: ‘ছেচরাইয়া(হামাগুড়ি) আর চলতাম পারিনা, হ্যাতো দুখখু(ব্যথা) পাই, ভাইও বেশীক্ষন কোলো(কোলে) রাখতো পারে না। আমারে একটা গাড়ি(হুইল চেয়ার) দিবাইন?’-এইভাবে আকুতি-মিনতি করে শারীরিক প্রতিবন্ধী পাঁচ বছরের শিশু মহরম আলী পথচারিদের কাছে আবেদন করে। শিশুটির বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সেহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামে। তার বাবার নাম আবদুল আলী। তাদের বাবা জ্বর ও কাশিতে আক্রান্ত। মা মায়মুনা আক্তার অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে। তারা দুই ভাই এক বোন। সে সবার ছোট,তার সাথে রাকিব সবার বড়। গতকাল রবিবার নান্দাইল পৌরশহরের নুতনবাজার এলাকার দুই ভাই প্লাজার সামনের আঙিনায় যাকে কাছে পাচ্ছে শিশুটি তার কাছেই টাকা চাওয়ার আগেই স্বল্পস্বরে আবদার করে চলেছে একটি ঠেলা গাড়ির জন্য। শিশুটি জানায় তাঁর ভাল নাম মো. রফিকুল ইসলাম (৫)। মা-বাবা ও পাড়ার লোকজন তাকে মহরম আলী বলে ডাকে। বড়ভাই রাকিব মিয়া (১১) তাকে নান্দাইলে নিয়ে এসেছে। রাকিব তার ছোট ভাইকে মহরম আলী নামে সম্বোধন করে জানায়, জন্ম থেকেই তাঁর পা দুটি অচল। হামাগুড়ি দিয়ে চলাচল করতে হয়। তখন অবশ পা দুটি টেনেহিঁচড়ে নিতে হয়। এতে তার ভাইটির খুব কষ্ট হয়। রাকিব বলে,টেহা না দিয়া যদি কেউ একটা গাড়ির ব্যবস্থা করে দিতো,তাঅইলে ভাইডার কষ্ট কমতো। আর এই গাড়ি দিয়া আমার লগে ইস্কুলে যাইতে পারতো।’ শিশু মহরত আলীর সাথে রাকিবও এ প্রতিবেদকের হাত ধরে একটি গাড়ি ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করে। সূত্র: কালের কণ্ঠ ৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে