সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:২৩:২২

ভারতের টিকায় 'ভালো' বোধ করেছেন বিএনপি নেতা খোকন

ভারতের টিকায় 'ভালো' বোধ করেছেন বিএনপি নেতা খোকন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত কোভিড-১৯ এর টিকা বাংলাদেশে আনা ও প্রদানের সিদ্ধান্তে দ্বিমত ও সংশয় প্রকাশ করে আসছে জাতীয় সংসদের সাবেক বিরোধী দল বিএনপি। এ নিয়ে বিভিন্ন সময়ে সরকারের সমালোচনাও করেছে দলের একাধিক শীর্ষ নেতা। 

তবে সেই সেরাম ইনস্টিটিউটের টিকা গ্রহণ করে 'ভালো' বোধ করছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন। গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন ৬৫ বছর বয়সী বিএনপির চেয়ারপারসনের এই আইনজীবী।

টিকা নেয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ''মেন্টালি বেটার ফিল করছি। টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তা বলতে পারছি না। তবে আই এম ফিলিং বেটার।'' বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে।

এই টিকা নিরাপদ এবং করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলছেন, ''কোভিড-১৯ সারা বিশ্বময় মহামারি। প্রতিষেধক হিসেবে টিকা নেয়া প্রয়োজন। তাই টিকা নিয়েছি। বাংলাদেশে তো একটাই অপশন, আর কোনো অপশন নেই।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে