বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১, ০৮:৫১:৫২

বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : আমেরিকার আগে বাংলাদেশে ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু হয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করেছেন, ‌‘হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসও থিংকস থ্রি মান্থস লেটার। অর্থাৎ বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর।’

মন্ত্রী বলেন, আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার সময় ১৫টি অর্ডারে সাইন করেছেন। সেখানে একটা ছিল; নো মাস্ক, নো গভর্মেন্ট সার্ভিস। সেটা আমরা অনেক আগে থেকেই চালু করেছি।

আজ বুধবার বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ‘জাতীয় কভিড-১৯ টিকাদান কার্যক্রম: বেসরকারি স্বাস্থ্য খাতের সম্পৃক্ততা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

টিকাদান কার্যক্রমে বেসরকারি খাতের অংশ নেওয়ার আগ্রহ দেখে আনন্দিত জাহিদ মালেক আরও বলেন, আপনারা যুক্ত হতে চান, যেভাবে আপনারা পরীক্ষা এবং চিকিৎসায় যুক্ত হয়েছিলেন। এ বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে আপনারাও ভ্যাকসিন প্রদান কার্যক্রমে যুক্ত হতে পারবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে