শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ১০:৪০:১৩

মওদুদ আহমদের লাশ এখন কেন্দ্রীয় শহিদ মিনারে, যেখানে যেখানে হবে জানাজা

 মওদুদ আহমদের লাশ এখন কেন্দ্রীয় শহিদ মিনারে, যেখানে যেখানে হবে জানাজা

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হয়েছে।  শুক্রবার সকাল ৯টা ১২ মিনিটে তার মরদেহ নেওয়ার পর সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর মওদুদ আহমদের মরদেহ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হবে। সেখানে তার দ্বিতীয় জানাজা হবে।  

তিনি আরও বলেন, দুপুরের দিকে হেলিকপ্টারে করে মরদেহ নোয়াখালীতে নেওয়া হবে। কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে তার তৃতীয় জানাজা হবে। বিকালে বসুরহাট কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে তার চতুর্থ জানাজা হবে। 

এর পর কোম্পানীগঞ্জে মওদুদের বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।  বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ দেশে এসে পৌঁছায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশগ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে